হাওজা নিউজ এজেন্সি: সাইয়্যেদ আব্বাস আরাকচি এক্স (পূর্বের টুইটার)–এ প্রকাশিত বার্তায় লেখেন: “গত বছর জাতিসংঘ ১১ জুলাইকে ‘আন্তর্জাতিক সাবরেনিৎসা গণহত্যা স্মরণ দিবস’ ঘোষণা করে। এই দিনটি স্মরণ করিয়ে দেয় সেই কলঙ্ক, যার দায় বহন করছে তারা—যারা হয় এই ভয়াবহ অপরাধে অংশ নিয়েছিল, অথবা নীরব থেকে হাজারো নিরপরাধ মুসলমান হত্যার পথ প্রশস্ত করেছিল।”
ইরানি পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, “এই মর্মান্তিক ঘটনার ত্রিশতম বার্ষিকীতে ইসলামি প্রজাতন্ত্র ইরান নিরপরাধ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছে এবং তাঁদের পরিবার ও স্বজনদের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করছে।”
তিনি দৃঢ় কণ্ঠে বলেন, “যদি বিশ্ব সাবরেনিৎসা থেকে শিক্ষা গ্রহণ করত, তাহলে আজ গাজায় আরেকটি মুসলিম গণহত্যা সংঘটিত হতো না।”
আরাকচি আরও বলেন, “ইরান সব সময় নিপীড়িতদের পাশে থাকবে—হোক তা বসনিয়া ও হার্জেগোভিনায়, কিংবা ফিলিস্তিনে।”
আপনার কমেন্ট